রাজধানীর তাঁতীবাজারে পূজা মন্ডপের পিছনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ছিনতাইকারীরা পূজা মন্ডপের পিছনে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করা চেষ্টা করলে উপস্থিত লোকজন তাদেরকে ধরে ফেলার সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে।
এসময় তারা মন্ডপে একটি ককটেল নিক্ষেপ করে, তবে তা বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় আহতরা হলেন ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। তাদের মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মন্ডপে উপস্থিত লোকজনের সহযোগিতায় থানা পুলিশ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতওয়ালী থানায় নিয়ে যায়। ছিনতাইকারীরা হলেন আকাশ (২৩), হৃদয় (২৩), জীবন (১৯)।
আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে কোতওয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে  তাঁতীবাজার পূজা কমিটি মন্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        