নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বন্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে সাভারে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সাভার উপজেলার নামা বাজার, সিরামিক বাজার ও গেন্ডা বাজারে বাজার মালিক সমিতির সাথে বৈঠক করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চল কার্যালয়ের কর্মকর্তাগণ। এ সময় তারা বাজারের দোকানগুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পলিথিন বিরোধী সচেতনতামূলক প্রচারণা চালান।
প্রচারণা চালানোর সময় সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দিয়ে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ক্ষতিকর বিষয় সম্পর্কে অবহিত করেন। এ সময় নিষিদ্ধ এ ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয় তুলে ধরে আইনগত বিষয়েও ধারণা দেন।
নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিচালিত পলিথিন বিরোধী সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইলিয়াস মাহমুদসহ ঢাকা অঞ্চল কার্যালয় এবং ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল