রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাঈম হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। গুরতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামের মোশাররফ হোসেনের ছেলে নাঈম। মৃতের বড় ভাই মিরাজ হোসেন জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে ৭ম তলা থেকে অসাবধানতাবসত পা ফসকে নিচে পড়ে যায় নাঈম। পরে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ