ময়মনসিংহ নগরীর রহমতপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মো. হিমেল (২৫) নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আব্দুল কুদ্দুছ (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরও ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুইজনই রহমতপুর এলাকার বাসিন্দা।
সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুইটি সিএনজি স্টেশনই পাশাপাশি অবস্থিত।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার পর দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাম্পের গ্যাস লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের পরপরই দগ্ধ হয়ে হিমেল নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত আরও ৭ জনকে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত ৭ জনের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী রয়েছে। এর মধ্যে একজন বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে ৫ জনের অবস্থা গুরুতর।
বিডি প্রতিদিনি/হিমেল