বরিশালের সদর উপজেলায় উত্তর লামচরী গ্রামে গোয়াল ঘর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশ উদ্ধার করা হয় বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি মো. নুরে আলম জানিয়েছেন।
মানসিক ভারসাম্যহীন যুবক মো. সাখাওয়াত হোসেন (৩৫) উত্তর লামচরী গ্রামের মৃত লেদু গাজীর ছেলে।
ওসি নুরে আলম বলেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ বাড়ির গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবার দাবি করেছে, বিষয়টি আত্মহত্যা। কিন্তু ঘর থেকে দূরে গোয়াল ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আত্মহত্যা, না হত্যা-তা জানার জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সাখাওয়াতের ছোট ভাই আল আমিন গাজী জানান, শুক্রবার রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি ভাই গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। পরে দরজা ভেঙে তাকে নামিয়ে আনি এবং ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই। কারো সাথে কোনো শত্রুতা নেই জানিয়ে আল-আমিন গাজীর দাবি, এটি আত্মহত্যা।
বিডি প্রতিদিন/এমআই