বেতন পরিশোধের আশ্বাসে টানা তিন দিন অবরোধের পর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়ে সড়ক ছাড়েন শ্রমিকরা।
এর আগে শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামেন টিএনজেড গ্রুপের পাঁচ পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার রাতেও বাসায় ফেরেননি পোশাক শ্রমিকরা। আজ সোমবার দুপুরেও গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ির কলম্বিয়া গার্মেন্টস মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নেন তারা।
টানা তিন দিনের অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়। গণপরিবহন সচল না থাকায় কর্মজীবী মানুষজন হেঁটেই অফিসে রওনা হন। এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং ঢাকামুখী গাড়িগুলো বিকল্পপথ ব্যবহারের চেষ্টা করে। তবে গাড়ির সংখ্যা বেশি থাকায় অলিগলিতে ছড়িয়ে পড়ে যানজট।
টিএনজেড গ্রুপের পোশাক কারখানা ছাড়া শিল্পনগরীর গাজীপুরের অন্যসব পোশাক কারখানায় স্বাভাবিকভাবেই সোমবার সকালে কাজে যোগ দেন তৈরি পোশাক শ্রমিকরা।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, বেলা ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত