বরিশালের দুই মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৪ নভেম্বর) বিকেলে বরিশাল তৃতীয় বিচারিক আদালতের বিচারক নুরুল আমিন এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় গত ২৬ অক্টোবর রাতে গুলশান থেকে মঈনকে গ্রেফতার করা হয়। এরপর তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বরিশালে দুটি মামলা থাকায় রবিবার তৃতীয় বিচারিক আদালতে তাকে হাজির করা হয়।
বরিশাল কোর্ট ইন্সপেক্টর নাজমুল নিশাত বলেন, মঈনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিএনপির দায়ের করা পৃথক দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে বরিশাল আদালতে হাজির করা হয়েছিল।
মঈনের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড চায়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে মঈন একজন ব্যবসায়ী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন