রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজারে পূর্বশত্রুতার জেরে আল আমিন (২৭) নামের এক পুরাতন কাপড় বিক্রেতা হকারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন তার ছোট দুই ভাই মো. সুমন আহমেদ (২৫) ও মো. নাহিদ(১৯)। বুধবার বিকেল তিনটার দিকে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত সুমন ও নাহিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
জানা গেছে, মৃত আল আমিন নাটোর সদর উপজেলার খোলাবারিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমান নারিন্দা বসু বাজার এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে আলামিন বড় ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
ঢামেক হাসপাতালে আহত সুমন বলেন, ‘আমি গুলিস্তান এরশাদ মার্কেট এলাকায় শরবতের ব্যবসা করি। পাশেই বড় ভাই আল আমিন পুরাতন কাপড় বিক্রি করতেন। প্রায় ছয় মাস পূর্বে আমার দোকানে এক ব্যক্তি মোটরসাইকেল রেখেছিল তা নিয়ে তর্ক-বিতর্ক হয়, তখন পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আজ বিকেলে ওয়ারী এলাকার সোহান(২৮) নামের এক যুবকসহ ১০-১২ জন যুবক এসে অতর্কিতভাবে মারধর করতে থাকে। তখন বড় ভাই আল আমিন এগিয়ে আসলে তাকে ছুরিকাঘাতে আহত করে ও ছোট ভাই নাহিদকেও সামান্য আহত করে তারা পালিয়ে যায়। তবে তাদের নাম জানি না তাদের মধ্যে দুই তি জনকে দেখলে চিনতে পারবো।’
বিডি-প্রতিদিন/শআ