রাজধানীর কাপ্তান বাজার এরশাদ মার্কেটের নিচতলায় পকেট গেটের সামনে বনাজি ওষুধ বিক্রেতা আলামিন (২৭) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট দুই ভাই আহত হয়েছেন। এদের মধ্যে সুমনের (২৫) অবস্থা গুরুতর।
বুধবার বিকালের দিকে কাপ্তান বাজার এরশাদ মার্কেট ১ নাম্বার ভবনের নিচতলায় পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।
নিহত আলামিন পরিবারের সঙ্গে রাজধানীর নারিন্দা বসু বাজারে এলাকায় থাকতেন। তার বাবার নাম আব্দুল মান্নান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, বিষয়টি তাদের জানা নেই। এখনই খোঁজ-খবর নিচ্ছি। ঘটনাস্থল একাংশ পড়েছে ওয়ারী থানায় আবার আরেক অংশ পড়েছে বংশাল থানায়। তবুও তিনি খবর নিচ্ছি।
বিডি প্রতিদিন/আরাফাত