নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুরুমদী উচ্চ বিদ্যালয়ে ‘এসো মিলি প্রাণের স্পন্দনে’ এই শিরোনামে ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়। বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যে ছিল, র্যালি, শোভাযাত্রা, স্মৃতিচারণ, সুধী সমাবেশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ওয়ালিউর রহমান খান আপেল।
উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে সোনারগাঁ বুরুমদী এলাকায় প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান ও পরশী। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
বিডি প্রতিদিন/জামশেদ