মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ পৌর এলাকায় জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভট্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোহরাব হোসেন মোল্লা ও মশিউর রহমান প্রমূখ। উক্ত টুর্নামেন্টে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নের ৮টি দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছে খেলা পরিচালনা কমিটি।
বিডি প্রতিদিন/জামশেদ