রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া একটার দিকে পুঠিয়া উপজেলার শিবপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পশ্চিমকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. হানিফ (২৪), হানিফের স্ত্রী ফাতেমা (২২) ও শ্যালিকা যুথি (১৪)। পবা হাইওয়ে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, বানেশ্বর থেকে তিনজনে একই মোটরসাইকেলে পশ্চিমকান্দার বাড়িতে ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই