বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চ্যাম্পিয়ন ট্রফি বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে প্রদর্শন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রথমে বিএম কলেজে প্রদর্শন করা হয়। বিসিক শিল্প নগরী থেকে শোভাযাত্রা করে কলেজের জীবনানন্দ দাস মঞ্চে এসে ট্রফিটি রাখা হয়। এ সময় মোটরসাইকেল যোগে শত শত ক্রিকেটপ্রেমী যোগ দেয়। এখানে অবস্থানের পর সাড়ে তিনটায় ট্রফি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। উভয় ক্যাম্পাসে সব বয়সী ও শ্রেণি পেশার ক্রিকেট ভক্তরা চ্যাম্পিয়ান ট্রফি দেখতে ভিড় জমায়, আনন্দে মাতে। পাশাপাশি গেল বছরের ন্যায় এবারো এই ট্রফি বরিশালে দেখতে চায় ক্রীড়াপ্রেমিরা।
ফরচুন বরিশালের পরিচালক শফিকুর রহমান বলেন, এর আগে ট্রফি প্রদর্শনীর কথা ছিল, কিন্তু তখন সম্ভব হয়নি। তাই এখন নগরবাসী ও ভক্তদের জন্য ট্রফি প্রদর্শন করা হয়েছে। এবারের বিপিএলে তাদের ব্যালেন্স দল। আশা করছেন দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ান হবেন।
বিডি প্রতিদিন/এএ