গত বছরের ১৯ জুলাই রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় গুলিতে আহত হয়ে মারা যাওয়া মোসলে উদ্দিনের (৩৪) লাশ পূর্ব রামপুরা কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহাম্মদ আমীর হোসেন জানিয়েছেন, মামলার তদন্তের সার্থে আদালতের আদেশে আজ শনিবার দুপুরে মৃতের বড় ভাই কামাল হোসেনের দেখানো মতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মরদেহটি কবর থেকে উত্তোলন করা হয়। পরে মরদেহটির সোরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুনরায় নিয়ে দাফন করা হয়।
অভিযোগ ছিল ওই সময়ে মোসলে উদ্দিন গুলিবিদ্ধ হন, পরে মারা যান। তখন ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়েছিল।
মর্গ সূত্র জানিয়েছে, মরদেহটি দীর্ঘদিন পর উত্তোলন করায় পুরো শরীর পঁচে গিয়েছিল। ময়নাতদন্তের পর মৃতের শরীর থেকে সফট টিস্যু, ডিএনএ প্রোফাইলিংয়ের নমুনাসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে।
ভোলা জেলার লালমোহন উপজেলা আব্দুল হামিদ ও রোকেয়া বেগমের ছেলে মোসলে উদ্দিন। রাজধানীর রামপুরার বনশ্রীর এ- ব্লকে পরিবারের সাথে থাকতেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ