নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা বউবাজার এলাকায় মঙ্গলবার বেলা আড়াইটায় সিটি করপোরেশনের ড্রেনের ভেতরে গ্যাস জমে বিকটশব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪শ’ ফুট এলাকা কেঁপে উঠে ড্রেনের স্ল্যাব ক্ষতিগ্রস্থ হয়। বিস্ফোরণে নূর ইসলাম (৫৫) ও দুই নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ড্রেনের স্ল্যাবের মধ্যে কিছু অংশ প্রায় তিন ফুট উপরে উঠে যায়। আশেপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং বউবাজার এলাকা আতঙ্কিত হয়ে যায়। আহতদের মধ্যে নূর ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিআইখোলার কাঁচামাল ব্যবসায়ী আবুল কাসেম বলেন, “আমি ও আমার দোকানে দুই ক্রেতা বসে ছিলাম। হঠাৎ বিকটশব্দে স্ল্যাবগুলো তিন ফুট উঁচুতে উঠে যায়। ড্রেন থেকে ধূয়া বের হতে দেখা গেছে। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি।”
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, এই এলাকার ড্রেনগুলো নির্মাণের পর থেকে পরিষ্কার করা হয়নি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা সুপারভাইজার ইব্রাহিম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে ময়লা-আবর্জনা অথবা ড্রেনের ভেতরে গ্যাসের লাইনের কারণে বিস্ফোরণ ঘটেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবু বাবুল শ্যামল পাল জানান, খবর পেয়ে দ্রুত কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি জানান, প্রতিবছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল