১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১৯

ঢাকায় দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স চলছে

অনলাইন ডেস্ক

ঢাকায় দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স চলছে

‘ইয়ুথ ফর গ্লোবাল গো : উই শাইন টুগেদার’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৯। গ্লোবাল ল' থিঙ্কারস সোসাইটি বাংলাদেশ এবং গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ সম্মেলন শুরু হয়। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই সম্মেলন শেষ হবে।  

বাংলাদেশে প্রথমবার এই আন্তর্জাতিক ইয়ুথ কনফারেন্স হচ্ছে। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ বিশিষ্টজনেরা।

যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আলোচনাসহ তরুণ উদ্যোক্তা তৈরি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর