২৫ জানুয়ারি, ২০২২ ১৩:৪৯

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন হচ্ছে

কাজী শাহেদ, রাজশাহী

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন হচ্ছে

পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইতোমধ্যে দেশসেরার সুনাম অর্জন করেছে রাজশাহী মহানগরী। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নানামুখী উদ্যোগে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও আধুনিকায়ন হচ্ছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ইতোমধ্যে আটটি অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কাজ চলছে। আরও দুটি এসটিএস নির্মাণাধীন। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রথম মেয়াদে ২০০৯ সালে রাতে বর্জ্য আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলেন মেয়র লিটন। বর্জ্য ব্যবস্থাপনার আরও আধুনিকায়নে রাজশাহীতে অত্যাধুনিক এসটিএস নির্মাণ করে কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারি রেশম উন্নয়ন বোর্ড-সংলগ্ন রেলওয়ে এসটিএসের যাত্রা শুরু হয়। এর আগে ৩০ ডিসেম্বর মিশন হাসপাতাল এসটিএস এবং বুলুনপুর এসটিএসের কার্যক্রমের উদ্বোধন হয়। এ ছাড়া বড়কুঠি, তেরখাদিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজলা, কলাবাগান এলাকায় একটি করে এসটিএসের কার্যক্রম চলছে। বর্তমানে ঐতিহ্য চত্বর ও ভদ্রা বস্তি-সংলগ্ন স্থানে আলাদা দুটি এসটিএস নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে সিটির ৩০টি ওয়ার্ডে একটি করে অত্যাধুনিক এসটিএস নির্মাণ হবে। এদিকে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিশোধনে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ স্থাপন করেছে সিটি করপোরেশন। গত বছরের ১ অক্টোবর প্লান্টটির উদ্বোধন করেন সিটি মেয়র। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের বহুমুখী উদ্যোগ আর নিরলস প্রচেষ্টার কারণে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী অনেক সুনাম অর্জন করেছে। সিটি করপোরেশনের সেই অর্জন ধরে রাখতে এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে একের পর এক এসটিএস নির্মাণ হচ্ছে। রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর