বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

তারেক রহমানের ৪৯তম জন্মদিন আজ

তারেক রহমানের ৪৯তম জন্মদিন আজ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ১৯৯১ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্যপদ লাভের মধ্য দিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন তিনি। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব নির্বাচিত করা হয়। ২০০৯ সালে জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ওই বছর ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান। এখন সেখানে বসবাস করছেন তারেক রহমান। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল রাত ১২টা ১ মিনিটে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে ৪৯ পাউন্ডের কেক কাটেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনেও তারেক রহমান পারিবারিকভাবে জন্মদিন পালন করেন। এ ছাড়াও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সব অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গতকাল মধ্যরাতে পৃথকভাবে কেক কাটা হয়। আজ জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল এক আলোচনা সভার আয়োজন করেছে। বগুড়া জেলা বিএনপি চার দিনের কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে কেক কাটা ও আলোচনা সভার। আগামীকাল বিএনপির উদ্যোগে থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কেক কাটা হবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর