‘গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার নতুন শপথ’ গ্রহণের মাধ্যমে গতকাল রাজধানীসহ সারা দেশে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নতুন করে শপথ নিয়েছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, বিএনপি নয়, সংকটে পড়েছে বাংলাদেশ। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এই সংকটের উত্তরণ ঘটানো হবে এবং আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়ার মাজারে খালেদা জিয়ার শ্রদ্ধা : গতকাল বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিনিয়র নেতাদের নিয়ে শেরেবাংলা নগরের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া জিসাস-এর উদ্যোগে সেখানে বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র খোলা হয় এবং রক্তদান কর্মসূচি পালিত হয়। এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুনসহ জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জড়ো হন।
কেন্দ্রীয় বিএনপির আলোচনা : মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বিনাশ করা যাবে না। বিএনপি কেবল জিয়াউর রহমানের দল নয়, এটা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের দল। মামলা দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে পিছু হঠানোর কথা যারা চিন্তা করছেন, তারা আহাম্মকের সঙ্গে বাস করছেন। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
প্রাকৃতিক দুর্যোগেও সরকার উদাসীন : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যাজনিত প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনহানি এবং বসতবাড়ি, গবাদিপশু, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতিতে সংশ্লিষ্ট এলাকার অসহায় মানুষের দুর্দশা চরমে উঠেছে। এরকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নদী ভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাটবাজার নদী ভাঙনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। বিপন্ন, বন্যাকবলিত মানুষের প্রতি দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত।’ সরকারের সমালোচনা করে তিনি বলেন, সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন।
তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা দেশবাসীকে চরম সংকটের দিকে ঠেলে দেবে। উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলোর বন্যাকবলিত মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিএনপিসহ ২০-দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান খালেদা জিয়া।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তারা
বিএনপি নয়, সংকটে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর