মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকার স্কুলে ভর্তিতে ৪০শতাংশ এলাকা কোটা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরে অবস্থিত বেসরকারি বিদ্যালয়ে ভর্তিতে এলাকার ভর্তিচ্ছুদের ৪০ শতাংশ কোটা রেখে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নীতিমালাটি দেওয়া হয়েছে। একই ধরনের নিয়ম রেখে দু-একদিনের মধ্যে সরকারি বিদ্যালয়ের ভর্তির নীতিমালাও জারি করা হবে বলে জানা গেছে। বাকি ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ  শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ‘বিদ্যালয় সেবা অঞ্চলের’ কোটা প্রযোজ্য হবে না। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান একই সেবা অঞ্চলে অবস্থিত হলে শিক্ষার্থীরা উভয় প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে। ?প্রধান শিক্ষকরা পরিচালনা কমিটির সহায়তা নিয়ে সেবা অঞ্চল ঠিক করবেন। এ নিয়ে জটিলতা হলে থানা শিক্ষা কর্মকর্তা বিষয়টি সমাধান করবেন। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ও নবম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ?ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে। আবেদন ফরমের ফি ধরা হয়েছে ২০০ টাকা।

সর্বশেষ খবর