সিলেটের দক্ষিণ সুরমার নুরজাহান কলেজের ছাত্রী লাকি বেগমকে এসিড নিক্ষেপের মামলায় এক যুবকের ১৪ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি মো. লায়েক আহমদ (২৮) মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের বীরাহাম গ্রামের তবারক আলীর ছেলে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ দণ্ডাদেশ দেন। মহানগর দায়রা জজের পিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, এসিড নিক্ষেপের মামলায় আদালত লায়েককে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জানা যায়, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে নুরজাহান কলেজের ছাত্রী ও বীরাহাম গ্রামের তৈমুছ আলীর মেয়ে লাকি বেগমকে এসিড নিক্ষেপ করা হয়।