Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৭ জুন, ২০১৬ ০২:১৫

উদীচীর ‘সিনেমায় হাতেখড়ি’

সাংস্কৃতিক প্রতিবেদক

উদীচীর ‘সিনেমায় হাতেখড়ি’

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিভাগের আয়োজনে শুরু হয়েছে ‘সিনেমায় হাতেখড়ি’ শীর্ষক তিন দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা। গতকাল বিকালে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মশালা হয়। উদ্বোধনী পর্বে প্রশিক্ষণার্থীদের স্বাগত জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচীর সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম। এ সময় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাঁওজাল, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রীয় সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিভাগের সম্পাদক প্রদীপ ঘোষ, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান উপস্থিত ছিলেন। এবারের প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে রয়েছে ক্যামেরার সামনে চেনাজানা, চলচ্চিত্র ও তার শ্রেণি চেতনা, চলচ্চিত্রের কাঠামো পরিচয়, ইমেজের মালাগাঁথা, প্রজেকশন ও চলচ্চিত্রের স্বরূপ সন্ধান প্রভৃতি। তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিপ্লব সরকার, সাজ্জাদ জহির, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রদীপ ঘোষ প্রমুখ। উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা এবং এর বাইরে বিভিন্ন স্থান থেকে আসা ৩০ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নিয়েছেন। কাল শনিবার শেষ হবে কর্মশালা। কবি আশরাফ স্মরণ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কবি খোন্দকার আশরাফ হোসেনকে স্মরণ করেছে ‘কবি খোন্দকার আশরাফ হোসেন স্মৃতি পরিষদ’। কবির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকার তেজগাঁও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।


আপনার মন্তব্য