সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জবি শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলা

জবি প্রতিনিধি

ঘড়ি মেরামতকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের মারধর ও বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংক ভবনে ভাঙচুর করেছে পুরান ঢাকার ঘড়ি ব্যবসায়ীরা। মারধরের ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হন। গতকাল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক পাটুয়াটুলিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাটুয়াটুলির এস আর ভবনের সায়েম টাইমস সেন্টার ঘড়ি দোকানে জবির দুই শিক্ষার্থী অর্ণব ও রনি ঘড়ির ফিতা ফুটা করতে গেলে দোকানদারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানের মালিক-কর্মচারীরা তাদের দোকানের ভিতরে ঢুকিয়ে সাটার বন্ধ করে বেধরক মারপিট করে। এ সংবাদ পেয়ে অর্ণব ও রনির বিশ্ববিদ্যালয়ের কয়েক বন্ধু তাদের উদ্ধার করতে গেলে ঘড়ি ব্যবসায়ী মালিক ও কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তারা পাটুয়াটুলির ঘড়ি মার্কেট সংলগ্ন বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ শিক্ষার্থীদের ওপরও হামলা চালায় এবং ব্যাংকের ভবনে ইট পাটকেল ছোড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানবিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী রাসেল, অর্ণব, রনি, শাকিল, সজীব, নাজিম, সাকিব, হাবিবুর, ইমরানসহ ২০ জন। তাদের মধ্যে গুরুতর আহত রাসেল, অর্ণব, রনি, শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সর্বশেষ খবর