প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত সিলেটের জনসভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা হওয়ার কথা ছিল। জনসভার আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আগামী ২৮ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের তফসিল রবিবার ঘোষণা করা হয়েছে। তাই এই সময়ে কোনো রাজনৈতিক দলের সভা করার অনুমতি নেই। নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনা সিলেট সফরে তার রাজনৈতিক জনসভাটি স্থগিত করেছেন। তবে জনসভা না হলেও সিলেটে ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচিগুলো ঠিক থাকবে। সিলেট সেনানিবাসে একটি অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        