শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় শুরু হলো ইন্দো-বাংলা অটোমোটিভ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল শুরু হয়েছে ইন্দো-বাংলা অটোমোটিভ শো। বাংলাদেশ ও ভারতের অটোমোবাইল কোম্পানিগুলোর যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ শোর উদ্যোক্তা সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স। ঢাকায় এটি তাদের প্রথম আয়োজন। এতে প্রদর্শিত হচ্ছে দেশ দুটির প্রথম সারির অটোমোটিভ কোম্পানির আন্তর্জাতিক মানের অটোমোবাইল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আইসিসিবি কনফারেন্স রুমে শোর উদ্বোধন করেন। পরে টাটা মোটরস, উত্তরা মোটরসসহ অটোমোবাইল কোম্পানিগুলোর প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। প্রদর্শনীতে ১৩টি অটোমোবাইল কোম্পানি অংশ নিয়েছে। শোতে টাটা মোটরস ১১টি নতুন কমার্শিয়াল ভেহিক্যাল প্রদর্শন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের পরিবহন খাতকে গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ খাতে বিশাল কর্মসংস্থান হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পরিবহন খাতের গুরুত্ব অনেক। এ প্রদর্শনী পরিবহন খাতের উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, অটোমোবাইল সেক্টর অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ও ভারত যৌথভাবে অটোমোবাইল বাণিজ্য সহযোগিতা আরও বাড়াতে পারে। ভারতের বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম ভালো অবস্থানে রয়েছে প্রতিবেশী বাংলাদেশ। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘নিটল মোটরস গ৩০ বছরের বেশি সময় ধরে টাটা মোটরসের সঙ্গে কাজ করে যাচ্ছে। আশা করি দেশের বাজারে দ্রুত আমরা প্রদর্শিত ব্র্যান্ড বাজারজাত করব।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, দ্য সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারসের প্রেসিডেন্ট বিনোদ কে দিশারি প্রমুখ।

প্রদর্শনীতে টাটা ছাড়াও অশোক লেল্যান্ড, উত্তরা, রানার, নিটল নিলয়, হিরো, টিভিএস, ইয়ামাহা, বাজাজ কোম্পানি অংশ নিয়েছে। মেলায় আধুনিক সুবিধাসম্পন্ন যেসব ব্র্যান্ডের গাড়ি প্রদর্শিত হচ্ছে এর মধ্যে রয়েছে ৮ ফুট লম্বা লোড বডির ছোট পণ্যবাহী গাড়ি, শীতাতপ নিয়ন্ত্রিত ছোট ভ্যান, মিউনিসিপ্যালিটির বর্জ্য ব্যবস্থাপনার মিনি ট্রাক, শক্তিশালী পিকআপ। নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন শক্তিশালী টিপার। ১২ সিটের যাত্রীবাস, আন্তনগর যাত্রী পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি বাস।

সর্বশেষ খবর