মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা
শেষ হলো পাটপণ্য মেলা

সাড়ে ৩ কোটি টাকা বিক্রি ও ৪ কোটি টাকার অর্ডার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পাট দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী পাট পণ্যের মেলা শেষ হলো গতকাল। মেলায় ৩ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ২০০ টাকার বহুমুখী পাটপণ্য বিক্রি হয়েছে। অন্যদিকে ৪ কোটি ১২ লাখ টাকার অর্ডার পাওয়া গেছে। মেলার সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক এবং প্রতিমন্ত্রী মির্জা আজম উপস্থিত ছিলেন। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের  (জেডিপিসি) উদ্যোগে আয়োজিত মেলায় ৯৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৬১টি পাট পণ্যের স্টল অংশ নেয়। ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগান নিয়ে গত ৬ মার্চ সারা দেশে প্রথমবারের মতো পালিত হয় ‘জাতীয় পাট দিবস-২০১৭’। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার অংশ হিসেবে ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশনে মূল অনুষ্ঠান ও বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর