বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সায়মা ওয়াজেদের অটিজমবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

সায়মা ওয়াজেদের অটিজমবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

আইপিইউ সম্মেলনের অনুষ্ঠানস্থলে বিদেশিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের অটিজমবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সায়মা ওয়াজেদ হোসেনের সংগ্রহ ও সম্পাদনায় ‘বিশেষভাবে সক্ষমদের সম্ভাবনায় পথচলা’ শীর্ষক আর্ট বুক ‘অনন্য ছবি’ টহরয়ঁব ষেরসঢ়ংবং-এর মোড়ক উন্মোচন করেন আইপিইউ সম্মেলনের   সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, আইপিইউ মহাসচিব মার্টিন চুনগং, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়াসহ সম্মেলনে আগত বিদেশি অতিথিবৃন্দ। গ্রন্থটিতে শিল্পীদের আঁকা আড়াই শতাধিক উজ্জ্বল চিত্রকর্ম স্থান পেয়েছে। এগুলো সায়মা ওয়াজেদের অনবদ্য সংগ্রহ। তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম বিষয়ে চ্যাম্পিয়ন।

সর্বশেষ খবর