Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১২ অক্টোবর, ২০১৭ ০২:৪১

শিল্পকলায় যাদুর লাটিম, কোর্ট মার্শাল ও শাদী পয়গাম

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় যাদুর লাটিম, কোর্ট মার্শাল ও শাদী পয়গাম

শিল্পকলা একাডেমিতে ১০ দিনের গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের সপ্তম সন্ধ্যায় গতকাল জাতীয় নাট্যশালার তিন মিলনায়তনে তিনটি নাটক মঞ্চায়িত হয়েছে। এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় কণ্ঠশীলন প্রযোজিত নাটক ‘যাদুর লাটিম’। একই সময় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক ‘কোর্ট মার্শাল’। স্টুডিও থিয়েটার হলে নাটকের দল রঙ্গপীঠ মঞ্চায়ন করে ‘শাদী পয়গাম’।

নাগিব মাহফুজের গল্প অবলম্বনে ‘যাদুর লাটিম’-এর নাট্যরূপ দিয়েছেন রফিক হারিরি ও নির্দেশনায় ছিলেন মীর বরকত। ‘কোর্ট মার্শাল’-এর নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন এস এম সোলায়মান। আর আন্তন চেখেভর গল্প অবলম্বনে ‘শাদী পয়গম’-এর রূপান্তর ও নির্দেশনায় ছিলেন গোলাম জিলানী। উৎসবের অংশ হিসেবে বিকালে মুক্তমঞ্চের সাংস্কৃতিক পর্বে পথনাটক পরিবেশন করে নাট্যদল। দলীয় আবৃত্তি পরিবেশন করে প্রজন্ম কণ্ঠ ও ঢাকা স্বরকল্পন। দলীয় সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ভিন্নধারা ও নন্দন। দলীয় নৃত্য পরিবেশন করে নাচের সংগঠন দিব্য ও আঙ্গীকাম। একক আবৃত্তি পরিবেশন করেন কাজী রাজেশ, সোলায়মান কবির সোহেল। আজ উৎসবের সপ্তম সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ মঞ্চায়ন করবে ‘গহর বাদশা ও বানেছা পরী’। একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চায়ন করবে ‘চম্পাবতী’ এবং স্টুডিও থিয়েটার হলে ভিশন থিয়েটার পরিবেশন করবে ‘গালিভারের সফর’।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর