রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আনন্দিত প্রাণের প্রত্যাশায় শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত উত্সব

সাংস্কৃতিক প্রতিবেদক

আনন্দিত প্রাণের প্রত্যাশায় শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত উত্সব

‘এসো উত্সুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ’— আহ্বানের মধ্য দিয়ে পাবলিক লাইব্রেরিতে আয়োজিত বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার চার দিনের ‘২৯তম জাতীয় রবীন্দ্রসংগীত উত্সব’ শেষ হয়েছে। গতকাল সন্ধ্যায় সমাপনী দিনে ঢাকা ও ঢাকার বাইরে অর্ধশতাধিক শিল্পী গান পরিবেশন করেন। আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন সংস্থার সভাপতি তপন মাহমুদ। এ সময় সাধারণ সম্পাদক সাজেদ আকবর উপস্থিত ছিলেন। মহুয়ার পালা : আজ শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত পাঁচ দিনের ‘তৃতীয় নৃত্যনাট্য উত্সব’। গতকাল ছিল উত্সবের চতুর্থ দিন। নৃত্য পরিচালনায় ছিলেন মানস তালুকদার ও জয়নাল আবেদীন। সংগীত পরিচালনায় ছিলেন এ এম শাহাবুদ্দিন খান।

কালের ধ্বনি : আলোচনা ও বিশেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে ৩৩তম মৃত্যুবার্ষিকীতে কবি আবদুল কাদিরকে স্মরণ করেছে সাহিত্য সাময়িকী ‘কালের ধ্বনি’। গতকাল বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এই স্মরণানুষ্ঠান। নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস প্রফেসর রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর