বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদদের স্মরণ

প্রতিদিন ডেস্ক

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদদের স্মরণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সারা পৃথিবীর মানুষ। এরই ধারাবাহিকতায় মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় অকাতরে জীবন বিলিয়ে দেওয়া বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালযের শহীদ মিনারগুলোতে নামে মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রামের পুলিশ সুপার নূর ই আলম মিনা, চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা। বরিশাল : প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, সিটি মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। সকালে শ্রদ্ধা জানান মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অশ্বিনী কুমার হলের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।

রাজশাহী : ভাষা শহীদদের শ্রদ্ধা জানান আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী,     নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এ ছাড়া রাজশাহী কলেজ শহীদ মিনারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু শ্রদ্ধা জানান। নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে শ্রদ্ধা জানান এমপি ফজলে হোসেন বাদশা।

সিলেট : শ্রদ্ধা নিবেদন করেন- শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, জেলা ও মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন।

রংপুর : প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

ময়মনসিংহ : প্রথম প্রহরে নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ও ফাতেমা জোহরা রানী এমপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 

বগুড়া : সকালে বগুড়া শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

কুমিল্লা : পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

সর্বশেষ খবর