বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবই করবেন

—— ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাদের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে পরে কেউ নেই। বঙ্গবন্ধুর ডাকে জীবনবাজি রেখে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। আর বর্তমানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছেন। মুক্তিযোদ্ধা ও তাদের পবিরারের কল্যাণে যা করণীয় তিনি সবই করবেন। গতকাল মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নেতৃবৃন্দ, জেলা, মহানগর কমান্ডার ও প্রতিনিধিরা  পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফরিদপুর জেলা কমান্ডার মো. আবুল ফয়েজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্বা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, মো. আবদুল হাই, আলহাজ শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, হারুনুর রশীদ, কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, এম এ জলিল, সুব্রত চক্রবতী জুয়েল, জামাল উদ্দিন, শাহিনুল আলম ছানা, বাবলু, ডা. আবদুল মান্নান, এম এ বাতেন, মহর আলী, মমিন উদ্দিন, রবার্ট পিন্টু, বশির উদ্দিন, মোজাম্মেল হক মিলন, এনামুল হক, আলী আহমেদ, মেজবাহ উদ্দিন, আরমান, হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ। আগত মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো প্রসঙ্গে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারা বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর