পাপমোচন বা গুনামুক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থনাসহ নিজের, পরিবারের, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মঙ্গলবার ১৪ শাবান দিবাগত রাতে দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র শবেবরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এ রাতটি পবিত্র শবেবরাত হিসেবে পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্যলাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, কবর জিয়ারতসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন। মহিমান্বিত এ রজনীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ মসজিদগুলোয় বিকাল থেকে কোরআন তিলাওয়াত এবং বাদ মাগরিব শুরু হয় ইমাম সাহেবদের বয়ান। এরপর রাতভর বিষয়ভিত্তিক ওয়াজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ ও মিলাদ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এ সময় অশ্রুসিক্ত দুই চোখে মুসল্লিদের আল্লাহর দরবারে রোনাজারি করতে দেখা যায়। বাসাবাড়িতেও নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ দিনদার মুসলমানরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মশগুল ছিলেন। রাতভর রাজধানীর মসজিদগুলোয় ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাতভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি ছিল রাজপথে। বায়তুল মোকাররম মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের তল্লাশি করা হয়। পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে ডালা সাজিয়ে অনেককে হালুয়া-রুটি বিতরণ করতে দেখা যায়। রাতের প্রথম ভাগে অনেকে রাজধানীর আজিমপুর, জুরাইনসহ বিভিন্ন কবরস্থানে গিয়ে পিতা-মাতা-আত্মীয়-পরিজনের কবর জিয়ারত করেন। এ ছাড়া গতকাল অনেক ধর্মপ্রাণ মুসলমান নফল রোজা পালন করেন। এ উপলক্ষে সরকারি-বেসরকারি হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশুপল্লীতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। পবিত্র শবেবরাত উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। পবিত্র শবেবরাত সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগরীতে আতশবাজি, পটকা ফাটানো নিষিদ্ধ থাকলেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে পটকার আওয়াজ শোনা যায়। সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় নানা অনুষ্ঠান সম্প্রচার করে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ প্রতিদিনসহ জাতীয় দৈনিকগুলোয় মঙ্গলবার বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
পবিত্র শবেবরাত পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর