মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিদেশি পতাকা উত্তোলন বন্ধে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

১৯৭২ সালের পতাকা আইন লঙ্ঘন করে জাতীয় পতাকা ও বিদেশি পতাকা উত্তোলন বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিটের শুনানি করে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিবসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী ফরহাদ রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন রিপন। চলতি ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে এ রিট করা হয়। আইনজীবী গাজী ফরহাদ রেজা সাংবাদিকদের বলেন, ‘একই খুঁটিতে বিদেশি পতাকার ওপরে আমাদের ছোট একটি জাতীয় পতাকা ওড়ানো হচ্ছে। কিন্তু নিয়ম হলো, আমাদের দেশের পতাকার সঙ্গে যখন বিদেশি পতাকা ওড়ানো হবে, তখন দুটি আলাদা খুঁটিতে ওড়াতে হবে।

পতাকার সাইজ একই সমান হতে হবে এবং বাংলাদেশের পতাকা ডান দিকে থাকবে।’ তিনি বলেন, ‘জাতীয় পতাকা ও বিদেশি পতাকা কীভাবে ওড়াতে হবে সে বিষয়ে যদি সরকার জনসচেতনতা তৈরি করে, তাহলে পতাকা ওড়ানোর নিয়ম ভঙ্গ কমে যাবে। আমাদের জাতীয় পতাকার যে সম্মানহানি হচ্ছে, তাও কমে আসবে।’

সর্বশেষ খবর