রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেছে দলটির নেতা-কর্মীরা। কোথাও কোথাও পুলিশি বাধার সম্মুখীন হয়েছে দলটি। রাজধানীতে সকালে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে তোপখানা রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলে  নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকাল পৌনে ৮টায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর চাঁনখারপুল থেকে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মীর হোসেন মীরু, যুগ্ম সম্পাদক আ ন ম সাইফুল ইসলাম, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ এতে অংশ নেন।

 মিছিলটি বকশীবাজার থেকে শুরু হয়ে চাঁনখারপুল হয়ে আনন্দবাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে চকবাজার থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক খলিলুর রহমান বাবু, মতিঝিল থানা বিএনপি নেতা আব্দুল আলিমসহ ৫-৭ জন  নেতা-কর্মীকে  গ্রেফতার করে।

এ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর