একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক নেতা ও সাংগঠনিক তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় হাই কমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে নির্বাচনী হাওয়া। দলকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছেন কেন্দ্রীয় নেতারা। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম চট্টগ্রামে আসছে আগামী সপ্তাহে। এ টিম বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরবেন তৃণমূলের কর্মী ও বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। করবে তৃণমূলে সভা-সমাবেশ, পথসভাও। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাংগঠনিক টিমটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রামে আসছেন। এ টিমের অন্যতম সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। নির্বাচনী পথসভার প্রথম সভা হবে কুমিল্লাতে। পরে ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামে এসে প্রথমদিন যাত্রা বিরতি করবে কেন্দ্রীয় সাংগঠনিক টিম। পরদিন পুনরায় লোহাগাড়া, চকরিয়া ও কক্সবাজারে পথসভা করবে। পরদিন বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন দলীয় নেতারা। এসব পথসভা স্থানীয়ভাবে সফল করতে সাংগঠনিক কমিটি ও সংসদ সদস্যসহ দলীয় নেতা-কর্মীদের নির্দেশনাও দেওয়া হবে। জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী, গতিশীল করতে এবার সড়কপথে চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার আসছেন কেন্দ্রীয় এ টিম। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানান, ‘এ কমিটি আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সড়কপথে রওনা হবে। এতে চৌদ্দগ্রাম, কুমিল্লা, ফেনীতে পথসভা শেষে রাতে চট্টগ্রামে আসবেন।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘সড়কপথে কেন্দ্রীয় নেতারা নির্বাচনী বার্তা নিয়ে চট্টগ্রামে আসছেন। দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ বিভিন্ন পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। তবে এ বিষয়ে সাংগঠনিকভাবে আমরা প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান তিনি।’
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
চট্টগ্রামে আসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম
কুমিল্লা, চট্টগ্রাম কক্সবাজারে হবে পথসভা
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর