একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক নেতা ও সাংগঠনিক তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় হাই কমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে নির্বাচনী হাওয়া। দলকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছেন কেন্দ্রীয় নেতারা। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম চট্টগ্রামে আসছে আগামী সপ্তাহে। এ টিম বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরবেন তৃণমূলের কর্মী ও বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। করবে তৃণমূলে সভা-সমাবেশ, পথসভাও। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাংগঠনিক টিমটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রামে আসছেন। এ টিমের অন্যতম সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। নির্বাচনী পথসভার প্রথম সভা হবে কুমিল্লাতে। পরে ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামে এসে প্রথমদিন যাত্রা বিরতি করবে কেন্দ্রীয় সাংগঠনিক টিম। পরদিন পুনরায় লোহাগাড়া, চকরিয়া ও কক্সবাজারে পথসভা করবে। পরদিন বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন দলীয় নেতারা। এসব পথসভা স্থানীয়ভাবে সফল করতে সাংগঠনিক কমিটি ও সংসদ সদস্যসহ দলীয় নেতা-কর্মীদের নির্দেশনাও দেওয়া হবে। জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী, গতিশীল করতে এবার সড়কপথে চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার আসছেন কেন্দ্রীয় এ টিম। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানান, ‘এ কমিটি আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সড়কপথে রওনা হবে। এতে চৌদ্দগ্রাম, কুমিল্লা, ফেনীতে পথসভা শেষে রাতে চট্টগ্রামে আসবেন।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘সড়কপথে কেন্দ্রীয় নেতারা নির্বাচনী বার্তা নিয়ে চট্টগ্রামে আসছেন। দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ বিভিন্ন পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। তবে এ বিষয়ে সাংগঠনিকভাবে আমরা প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান তিনি।’
শিরোনাম
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা