একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক নেতা ও সাংগঠনিক তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় হাই কমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে নির্বাচনী হাওয়া। দলকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছেন কেন্দ্রীয় নেতারা। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম চট্টগ্রামে আসছে আগামী সপ্তাহে। এ টিম বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরবেন তৃণমূলের কর্মী ও বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। করবে তৃণমূলে সভা-সমাবেশ, পথসভাও। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাংগঠনিক টিমটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রামে আসছেন। এ টিমের অন্যতম সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। নির্বাচনী পথসভার প্রথম সভা হবে কুমিল্লাতে। পরে ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামে এসে প্রথমদিন যাত্রা বিরতি করবে কেন্দ্রীয় সাংগঠনিক টিম। পরদিন পুনরায় লোহাগাড়া, চকরিয়া ও কক্সবাজারে পথসভা করবে। পরদিন বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন দলীয় নেতারা। এসব পথসভা স্থানীয়ভাবে সফল করতে সাংগঠনিক কমিটি ও সংসদ সদস্যসহ দলীয় নেতা-কর্মীদের নির্দেশনাও দেওয়া হবে। জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী, গতিশীল করতে এবার সড়কপথে চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার আসছেন কেন্দ্রীয় এ টিম। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানান, ‘এ কমিটি আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সড়কপথে রওনা হবে। এতে চৌদ্দগ্রাম, কুমিল্লা, ফেনীতে পথসভা শেষে রাতে চট্টগ্রামে আসবেন।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘সড়কপথে কেন্দ্রীয় নেতারা নির্বাচনী বার্তা নিয়ে চট্টগ্রামে আসছেন। দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ বিভিন্ন পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। তবে এ বিষয়ে সাংগঠনিকভাবে আমরা প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান তিনি।’
শিরোনাম
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
চট্টগ্রামে আসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম
কুমিল্লা, চট্টগ্রাম কক্সবাজারে হবে পথসভা
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর