বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছায়ানটে শেষ হলো শাস্ত্রীয় সুরের আসর

সাংস্কৃতিক প্রতিবেদক

ছায়ানটে শেষ হলো শাস্ত্রীয় সুরের আসর

শাস্ত্রীয় সুরের মায়াজাল ছড়িয়ে মিলনায়তন ভর্তি শ্রোতাদের সুরের চাদরে আবৃত রেখে ছায়ানটে শেষ হলো দুই দিনের ‘সুনাদ উচ্চাঙ্গ সংগীত উৎসব’। বেঙ্গল পরম্পরা সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনের এ আসরের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল সমাপনী আসরে এসরাজ, সেতারের অনবদ্য বাদনে, খেয়ালের অনন্যতায় অনুষ্ঠানস্থলকে মোহিত করে তোলেন শিল্পীরা।

শেষ দিনের পরিবেশনার শুরুতেই সেতার নিয়ে মঞ্চে আসেন সংগীতালয়ের শিক্ষার্থী প্রসেনজিৎ মণ্ডল, জ্যোতি ব্যানার্জি, জাহাঙ্গীর আলম শ্রাবণ, মোহাম্মদ কাওসার, সোহিনী মজুমদার, সামিন ইয়াসার ইফতি এবং সুব্রত বিশ্বাস। রাগ বেহাগের পরিবেশনায় সেতারে নতুন প্রাণের সঞ্চার করেন এই শিল্পীরা। শিল্পীদের সঙ্গে তবলায় সঙ্গত করেন প্রশান্ত ভৌমিক এবং সুপান্থ মজুমদার। এরপর খেয়ালে রাগ মুলতানি পরিবেশন করেন কানিজ হুসনা আহম্মাদী। তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক ও হারমোনিয়ামে আলমগীর পারভেজ সুমন। ধ্রুপদ রাগ পরিবেশন করেন ছায়ানটের শিল্পী অভিজিৎ এবং টিংকু শীল। দ্বৈত এই পরিবেশনার সঙ্গে পাখোয়াজে ছিলেন আলমগীর পারভেজ সুমন ও তানপুরায় জ্যোতিশ্রী রায় ও ধ্রুব সরকার। সৈয়দা রায়হান, রায়হানুল আমিন, রনজিৎ রায়, শুক্লা হালদার, ইসমাত আরা রুচি, শৌনক দেবনাথ ঋক, সৌমিত রায়, গৌরাঙ্গ কৃষ্ণ দাসের দলীয় এসরাজ বাদনের মধ্য দিয়ে শেষ হয় সমাপনী দিনের পরিবেশনা।

সর্বশেষ খবর