শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর পক্ষে লড়বে বেফাক

নিজস্ব প্রতিবেদক

দাওরায়ে হাদিস ডিগ্রিকে মাস্টার্স বা স্নাতকোত্তর সমমান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত হলে রাজপথে লড়াই করার ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। বেফাক নেতারা বলেছেন, ‘যত সরকার এসেছে, সবার কাছেই দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখ লাখ কওমি শিক্ষার্থীর প্রাণের দাবি মেনে নিয়ে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়েছেন। এজন্য তাঁর বিরুদ্ধে যদি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়, তাহলে লাখ লাখ তৌহিদি জনতা শেখ হাসিনা এবং তাঁর সরকারের পক্ষে রাজপথে লড়াই করবে। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত শোকরানা মিছিল সমাবেশে বেফাক নেতারা এসব কথা বলেন। দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে সংসদে বিল পাস হওয়ায় এ মিছিল সমাবেশের আয়োজন করা হয়।

বেফাকের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, আবুল হাসনাত আমিনী প্রমুখ। শোকরানা সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শোকরানা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবে যান বেফাক নেতারা। মিছিলে কওমি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি প্রেস ক্লাবে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর