মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে ব্যাংক কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি, হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কমিউনিস্ট পার্টির ‘আন্ডারগ্রাউন্ডের লোক’ পরিচয়ে বরিশালে সোনালী ব্যাংকের ৮ ব্যবস্থাপকের কাছে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত চাঁদা না দিলে তাদের পরিবার-পরিজনসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার বিকালে ০১৯৬৮৪৭৩৭১৫ নম্বরসহ একাধিক মুঠোফোন নম্বর দিয়ে সব ব্যবস্থাপকের ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে এই চাঁদা দাবি করা হয়। হুমকি পাওয়া ব্যবস্থাপকরা হচ্ছেন— সোনালী ব্যাংক বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড শাখার দেবাশিষ কুন্ডু, বাবুগঞ্জের খানপুরা শাখার মহসিন হাওলাদার, গৌরনদীর টরকী শাখার মনদীপ বেপারী, উজিরপুর শাখার আমিনুল ইসলাম, বানারীপাড়ার চাখার শাখার জহিরুল ইসলাম, বরিশাল সদর উপজেলার চরামদ্দির শাখার তিমির রঞ্জন দাস, গৌরনদীর নলচিড়া শাখার মেহেদী আল মিরাজ ও বাকেরগঞ্জের নেয়ামতি শাখার ব্যবস্থাপক বিপুল পাল। বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড শাখার দেবাশিষ কুন্ডু বলেন, বরিশাল প্রিন্সিপাল অফিসের অধীন ৩৬টি শাখা রয়েছে। এর মধ্যে ৮টি শাখার ব্যবস্থাপককে একইভাবে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে। বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, যেসব মুঠোফোন নম্বর দিয়ে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে তারা সেসব নম্বরের অস্তিত্ব এবং অবস্থান খতিয়ে দেখছেন।

সর্বশেষ খবর