Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:১১

টানা অনশনে নামছেন এসিটি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

টানা অনশনে নামছেন এসিটি শিক্ষকরা

চার দিন অবস্থান এবং প্রতীকী অনশনের পরেও দাবি আদায় না হওয়ায় আজ থেকে টানা অনশনে নামছেন সেকায়েপ প্রজেক্টের অতিরিক্ত শ্রেণি (এসিটি) শিক্ষকরা। গতকাল তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেয়। চাকরি স্থায়ীকরণের দাবিতে গত রবিবার থেকে তারা আন্দোলন করে আসছেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া কমাতে ২০১৫ সালে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে নিয়োগ দেওয়া হয় ৫ হাজার ২০০ শিক্ষক। চাকরির বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবেই আখ্যা দেওয়া হয়েছিল তাদের। প্রকল্প শেষে এসিটিদের এমপিও সিস্টেমে অন্তর্র্ভুক্তিসহ যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়ে। কিন্তু প্রকল্পটি শেষ হওয়ার পর তাদের স্থায়ীকরণের আর কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ জানান, চার দিন অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন করেও সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাইনি। তাই টানা অনশন কর্মসূচিতে নেমেছি আমরা। মেধাবী এসিটি শিক্ষকদের চাকরি দ্রুত স্থায়ীকরণের দাবি জানান তিনি।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর