যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত মুখ্য উপ-সহকারী মন্ত্রী থমাস ভাজদার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। থমাস ভাজদারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বিদ্যুৎ ভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। নসরুল হামিদ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। চীন বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এ বিনিয়োগে যতটা আগ্রহ দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ততটা দেখা যাচ্ছে না। আমরা আরও বড় আকারে এসব খাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ দেখতে চাই। আমরা নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছি। জলবিদ্যুৎ উৎপাদনে ভুটানে যে বিনিয়োগ করা হবে সেখানে আমরা সম্ভাবনাময় বিনিয়োগকারী খুঁজছি। আর সম্ভাবনার বিভিন্ন খাত খুঁজে বের করতে উভয় দেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের ভ্রমণ আয়োজন করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত মুখ্য উপ-সহকারী মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এক্ষেত্রে জ্বালানি খাত যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। জ্বালানি নিরাপত্তাকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দেয়। এ সময় এলএনজি, সাইবার সিকিউরিটি, প্রযুক্তিগত সহযোগিতা, পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র একসঙ্গে বসে বের করা যেতে পারে। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
শিরোনাম
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য জ্বালানি খাত
ভারপ্রাপ্ত মুখ্য উপ-সহকারী মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর