যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত মুখ্য উপ-সহকারী মন্ত্রী থমাস ভাজদার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। থমাস ভাজদারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বিদ্যুৎ ভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। নসরুল হামিদ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। চীন বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এ বিনিয়োগে যতটা আগ্রহ দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ততটা দেখা যাচ্ছে না। আমরা আরও বড় আকারে এসব খাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ দেখতে চাই। আমরা নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছি। জলবিদ্যুৎ উৎপাদনে ভুটানে যে বিনিয়োগ করা হবে সেখানে আমরা সম্ভাবনাময় বিনিয়োগকারী খুঁজছি। আর সম্ভাবনার বিভিন্ন খাত খুঁজে বের করতে উভয় দেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের ভ্রমণ আয়োজন করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত মুখ্য উপ-সহকারী মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এক্ষেত্রে জ্বালানি খাত যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। জ্বালানি নিরাপত্তাকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দেয়। এ সময় এলএনজি, সাইবার সিকিউরিটি, প্রযুক্তিগত সহযোগিতা, পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র একসঙ্গে বসে বের করা যেতে পারে। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য জ্বালানি খাত
ভারপ্রাপ্ত মুখ্য উপ-সহকারী মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর