বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইজতেমা ময়দান ও আশপাশে নিষিদ্ধ সভা-সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে গাজীপুুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ এবং ময়দানের সব কিছু প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ ইজতেমা নিয়ে বিবদমান দুই পক্ষে জটিলতা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, বিশ্ব ইজতেমা শেষে ময়দানের মালামাল অপসারণের কাজ চালাচ্ছিলেন উভয় পক্ষের মুসল্লিরা। এ নিয়ে তাদের মধ্যে জটিলতা তৈরি হওয়ায় উভয় পক্ষের মুসল্লিদের ময়দানে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন কোনো পক্ষকেই আর ময়দানে ঢুকতে দেওয়া হবে না। আগে যেভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল এখনো তাই থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর