মনুষ্যজীবন চিরতরে অন্তর্হিত হলে তা চাইলেও আর ফেরত পাওয়া যায় না। আর সেই যাওয়াটা যদি হয় অকালে অপঘাত-দুর্ঘটনায় তবে শোকবিহ্বল স্বজনরা কিছুতেই সান্ত্বনা খুঁজে পান না। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন ট্র্যাজেডির এক বছর আজ। সেদিন স্বামীহারা স্ত্রীর আহাজারি, পুত্রহারা মায়ের হাহাকার, সন্তানহারা পিতার আর্তনাদ বড় বেদনার্ত করে দিয়েছিল সবাইকে। গত বছরের ১২ মার্চ ছিল এক ভয়াল দিন। এই দিনে নেপালে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান অনেক যাত্রী। তাদের পরিবারে এখন শোকের মাতম। কথা বলতে গেলে কান্না ছাড়া আর কোনো কথাই নেই সেদিনের ঘটনার। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা ভুলতে পারেনি সেই ভয়াবহতা। এদিন কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানের ক্যাপ্টেন ছিলেন আবিদ সুলতান। তার সঙ্গে কো-পাইলট হিসেবে ছিলেন পৃথুলা রশিদ। দুর্ঘটনায় তারা দুজনসহ বিমানের মোট ৫১ জন যাত্রী এবং ক্রু নিহত হন। ২০ জন প্রাণে বেঁচে গেলেও তাদের অনেকের আঘাত ছিল গুরুতর। নিহতদের মধ্যে ২৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক। আর ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহতদের একজন বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদ। ঘটনার ১০ দিন পর লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করে সরকার। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায় নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়। ছেলের মৃত্যুর এক বছর পার হলেও মায়ের কান্না থামেনি। বৃদ্ধ বাবার বুকেও রয়েছে ছেলে হারানোর চাপা কষ্ট। বিধ্বস্ত বিমানের পক্ষ থেকে ৫০ হাজার ইউএস ডলার সহায়তা পেয়েছিল ফয়সালের পরিবার। এরপর এক বছরে আর কেউ পরিবারের খোঁজখবর নেয়নি। ফয়সাল আহমেদ ছিলেন তিন ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয় আর ভাইদের মধ্যে বড়। তার উপার্জনে তখন চলত সংসার। কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন বাবা সামসুদ্দিন সরদার। ফয়সালের অকাল মৃত্যু এখনো মেনে নিতে পারেননি স্বজন ও স্থানীয়রা।
শিরোনাম
- এটিএম কার্ড ছোঁয়া মাত্র তথ্য উধাও, বেড়েই চলেছে ক্লোনিং আতঙ্ক
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন