মনুষ্যজীবন চিরতরে অন্তর্হিত হলে তা চাইলেও আর ফেরত পাওয়া যায় না। আর সেই যাওয়াটা যদি হয় অকালে অপঘাত-দুর্ঘটনায় তবে শোকবিহ্বল স্বজনরা কিছুতেই সান্ত্বনা খুঁজে পান না। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন ট্র্যাজেডির এক বছর আজ। সেদিন স্বামীহারা স্ত্রীর আহাজারি, পুত্রহারা মায়ের হাহাকার, সন্তানহারা পিতার আর্তনাদ বড় বেদনার্ত করে দিয়েছিল সবাইকে। গত বছরের ১২ মার্চ ছিল এক ভয়াল দিন। এই দিনে নেপালে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান অনেক যাত্রী। তাদের পরিবারে এখন শোকের মাতম। কথা বলতে গেলে কান্না ছাড়া আর কোনো কথাই নেই সেদিনের ঘটনার। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা ভুলতে পারেনি সেই ভয়াবহতা। এদিন কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানের ক্যাপ্টেন ছিলেন আবিদ সুলতান। তার সঙ্গে কো-পাইলট হিসেবে ছিলেন পৃথুলা রশিদ। দুর্ঘটনায় তারা দুজনসহ বিমানের মোট ৫১ জন যাত্রী এবং ক্রু নিহত হন। ২০ জন প্রাণে বেঁচে গেলেও তাদের অনেকের আঘাত ছিল গুরুতর। নিহতদের মধ্যে ২৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক। আর ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহতদের একজন বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদ। ঘটনার ১০ দিন পর লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করে সরকার। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায় নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়। ছেলের মৃত্যুর এক বছর পার হলেও মায়ের কান্না থামেনি। বৃদ্ধ বাবার বুকেও রয়েছে ছেলে হারানোর চাপা কষ্ট। বিধ্বস্ত বিমানের পক্ষ থেকে ৫০ হাজার ইউএস ডলার সহায়তা পেয়েছিল ফয়সালের পরিবার। এরপর এক বছরে আর কেউ পরিবারের খোঁজখবর নেয়নি। ফয়সাল আহমেদ ছিলেন তিন ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয় আর ভাইদের মধ্যে বড়। তার উপার্জনে তখন চলত সংসার। কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন বাবা সামসুদ্দিন সরদার। ফয়সালের অকাল মৃত্যু এখনো মেনে নিতে পারেননি স্বজন ও স্থানীয়রা।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা