সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

কবি নজরুল কলেজে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা

জবি প্রতিনিধি

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা এ সময় এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করে। গতকাল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, কলেজের নতুন বাস উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা সকাল থেকে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, হুমায়ুন কবির হিমু, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সানবির  মাহমুদ ফয়সাল, উপ-স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুল আজম হৃদয়, সহ-সম্পাদক মো. নোবেল, কর্মী এম এস সিফাত ও ফেরদৌস বাপ্পী রিয়াদের নেতৃত্বে ১৫-২০ জন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য সবুজ আলম ফিরোজ, যায়েদ হোসেন মিশু, সাহিন আহমেদ, এইচ এম ফরহাদ আহত হন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘হামলার বিষয়টি আমি শুনেছি। সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আকবর হুছাইন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিন দিনের মধ্যে দুই পক্ষকে নিয়ে আমরা বসব।’

 

সর্বশেষ খবর