শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

সব পণ্যের দামই চড়া

বাজার দর

নিজস্ব প্রতিবেদক

সব পণ্যের দামই চড়া

সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম রমজান আসার আগেই বেড়েছে। কিছু কিছু পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। বিক্রেতারা বলছেন, রমজান শুরুর পর নতুন করে কোনো জিনিসের দাম বাড়েনি। তবে ভোক্তারা বলছেন ভিন্নকথা। চড়া দামেই কিনতে হচ্ছে সব ধরনের পণ্য। রাজধানীর বাজারগুলোতে পিয়াজ, কাঁচামরিচ, সবজি, মাছ, মাংসের দাম নতুন করে না বাড়লেও আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর মেরাদিয়া, খিলগাঁও, মালিবাগ, চৌধুরীপাড়া,  মৌচাক, মগবাজার, ইস্কাটন, রামপুরা এলাকার বাজার ঘুরে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া  গেছে। বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজার ও মানভেদে কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজি। শসা ৫০-৬০, বেগুন ৬০-৭০, পাকা টমেটো ৩০-৪০, পটোল ৪০-৫০, বরবটি ৬০-৭০, কচুর লতি ৭০-৮০, করলা ৬০-৭০, ধুন্দুল ৬০-৭০, ঢেঁড়স ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চড়া দামের বাজারে সব থেকে  বেশি দামে বিক্রি হচ্ছে কচুরমুখি। বাজারভেদে কচুরমুখি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকা। এ ছাড়া কাঁকরোল ৬০-৮০, ঝিঙ্গা ৫০-৭০, উচ্ছে ৪০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর