রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি আজ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের এক বছর পূর্ণ হচ্ছে আজ। এ উপলক্ষে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত বছরের ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হতে ‘স্পেস এক্স’ এর স্যাটেলাইট উৎক্ষেপণকারী যান ফ্যালকন-৯ এর সর্বশেষ সংস্করণ ব্লক-৫ বুস্টারের মাধ্যমে          সফলভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ করা হয়। এর মধ্যদিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আওতায় আনা, স্মারক ডাকটিকিট প্রকাশ ও রচনা প্রতিযোগিতার কর্মসূচি রয়েছে। এছাড়া আগামী ১৯ মে সেবা বিপণন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সর্বশেষ খবর