বয়সসীমা না রেখে কমিটির দাবিতে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভ করেছেন ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের অবস্থান কর্মসূচি শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে ১টায়। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেন। ছাত্রদলের সদ্য বিলুপ্ত নেতাদের মধ্যে এজমল হোসেন পাইলট, আসাদুজ্জামান আসাদ, ওমর ফারুক মুন্না প্রমুখ এতে অংশ নেন। আজ আবারো ছাত্রদল নেতারা নয়াপল্টনে বিক্ষোভ করবেন। বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘সার্চ কমিটি ও সিনিয়র নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু আমাদের দাবি পূরণে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’ বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করছি। আগামীকাল (সোমবার) আবার শান্তিপূর্ণ অবস্থান নেব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’ বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে ১১ জুন কেন্দ্রীয় কার্যালয়ে তালা ও ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবির একটা সমাধান দেওয়া হবে বলে বিএনপির শীর্ষ নেতাদের এমন আশ্বাসের পর এই দিন রাতে কার্যালয়ের তালা খুলে দেন তারা।
শিরোনাম
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা