তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকতে হয়। স্বপ্নহীন মানুষ কোনো দিন লক্ষ্যে পৌঁছতে পারে না। পৃথিবীর সব মানুষ স্বপ্ন দেখলেও সবার স্বপ্ন বাস্তবায়ন হয় না। কারণ তারা স্বপ্ন দেখার পাশাপাশি প্রচেষ্টা যুক্ত করে না।
গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের তালিকায় নর্থ সাউথ শীর্ষে অবস্থান করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম। দিনব্যাপী অনুষ্ঠানমালায় আনন্দ শোভাযাত্রা, হিউম্যান ফ্ল্যাগ, আলোচনা সভা, ব্যান্ড শো ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ইতিমধ্যে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। তার মাধ্যমে প্রমাণিত বাংলাদেশের আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। সুতরাং আইনি পথে হেঁটেই তাকে কারামুক্ত করতে হবে। আন্দোলনের কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণ কখনই তাদের সে সুযোগ দেবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের টিউশন ফি দিতে হয়। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ও বলেছে, এ ব্যাপারে তাদের কর্মসূচি রয়েছে।
শিরোনাম
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
স্বপ্নহীন মানুষ লক্ষ্যে পৌঁছতে পারে না : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর