শিরোনাম
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাবির ছাত্রলীগ নেতাদের বিচার চান সাংবাদিক নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্য ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত রহমানকে হত্যাচেষ্টা মামলার দুই বছরেও শেষ হয়নি মামলার তদন্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও আমলে নেয়নি তারা।

হামলাকারীদের পরিচয় স্পষ্ট হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে বিশ^বিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি মানিক  রাইহান বাপ্পী বলেন, আরাফাত রহমানের ওপর হামলায় জড়িতের পূর্ণ পরিচয় ও ঘটনার ভিডিও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে দেওয়া হয়েছে। দুই বছর পার হলেও দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন। প্রশাসনের ছত্রছায়ায় অভিযুক্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতাই এনে দ্রুত বিচার চাই আমরা। মানববন্ধনে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নুর বলেন, বিভিন্ন সময় ছাত্রলীগের হাতে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে। ২০১৬ সালে আমি ছাত্রলীগের মারধরের শিকার হয়েছি।

 ২০১৭ সালে সাংবাদিক আরাফাতের ওপর ছাত্রলীগ হামলা করেছে। কোনো দৃশ্যমান বিচার হয়নি।

সাংবাদিক সমিতির সভাপতি সুজন আলী বলেন, ক্যাম্পাসের সাংবাদিকরা প্রথমত শিক্ষার্থী, সে হিসেবে শিক্ষার্থীর নিরাপত্তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। তাই জড়িতদের দ্রুত শাস্তির দাবি করছি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আহমেদ ফরিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়, বর্তমান সহ-সভাপতি ইয়াজিম পলাশ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল জয় ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনায়েত হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর