শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বরিশাল ও সিলেটে নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যক্ষ অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও সিলেট

নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালুসহ চার দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বরিশাল ও সিলেটের নার্সিং কলেজ শিক্ষার্থীরা। এ সময় কিছু সময়ের জন্য কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করেন বরিশালের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বরিশাল : আন্দোলনের ষষ্ঠ দিন গতকাল সকাল সাড়ে ১০টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পড়ে তারা মিছিল শেষে মানববন্ধন করে। মানববন্ধন শেষে ফের বিক্ষোভ মিছিল সহকারে কলেজ ক্যাম্পাসে গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করেন তারা। এ সময় অধ্যক্ষ তাদের বিষয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষকে অবহিত করার প্রতিশ্রুতি দেন। বেলা সাড়ে ১২টার দিকে ষষ্ঠ দিনের কর্মসূচি শেষ করেন তারা। সিলেট : একই দাবিতে গতকাল বিক্ষোভ করেছে সিলেট নার্সিং কলেজের  শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে নতুন সিলেবাস বাতিল করে পুরাতন সিলেবাস বহাল করা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকা করা অন্যতম।

সর্বশেষ খবর