স্মার্টফোনের লোভেই বন্ধুর হাতে খুন হন চট্টগ্রামের ফটিকছড়ির কিশোর সাব্বির উদ্দিন ইকন। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বন্ধু তনয় বড়ুয়াকে গ্রেফতারের পর বের হয় আসল রহস্য। গ্রেফতারের পর খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তনা। গতকাল সকালে ফটিকছড়ি থানায় এ বিষয়ে ব্রিফিং করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আল মাসুম। গ্রেফতার হওয়া তনা উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের বাবন বড়ুয়ার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম বলেন, ‘বেশকিছু দিন ধরে দেনাদাররা তনাকে ঋণের টাকা ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করছিল।
ঋণ শোধ করতে বন্ধু ইকনের স্মার্ট মোবাইলের দিকে নজর পড়ে। ঘটনার দিন জন্মদিনের কেক কাটার কথা বলে ইকনকে নিয়ে যায়। এরপর ছুরি দিয়ে ইকনকে গলা কেটে হত্যা করে। খুনের পর নিয়ে যায় স্মার্ট ফোন ও টেলিভিশন।
আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানান, গত ২৭ জুলাই ফটিকছড়ি বাজার থেকে তনাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে মোবাইল, ছুরি এবং ভিকটিমের টেলিভিশন উদ্ধার করা হয়।