বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মেয়র সাদিকের ফ্রি বাস খুশি সাধারণ যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদের ছুটিতে নৌপথে প্রতিদিন লাখো ঘরমুখো যাত্রী আসে বরিশাল নদী বন্দরে। বরিশাল নদী বন্দরে নেমে রিকশা, অটোরিকশা, মাহেন্দ্র আলফাসহ বিভিন্ন ছোট ছোট যানবাহনে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে বাসে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেতেন তারা। এতে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। গুনতে হতো অতিরিক্ত ভাড়া। কিন্তু এবার প্রথম বরিশাল নদী বন্দরে আসা যাত্রীদের  দুটি বাস টার্মিনালে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। শুধু বাস সার্ভিসই নয়, যাত্রাপথে অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নদী বন্দরে ফ্রি  মেডিকেল ক্যাম্প, তথ্য সেবা কেন্দ্র এবং সুপেয় পানির ব্যবস্থা করেছেন। এসব কর্মকা- পরিচালনার জন্য কাজ করছে সহস্রাধিক স্বেচ্ছাসেবক। প্রথমবারের মতো ফ্রি বাস সার্ভিস, মেডিকেল ক্যাম্প, সুপেয় পানির ব্যবস্থা করায় খুশি সাধারণ যাত্রীরা। তারা মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, ঘরমুখো মানুষের জনদুর্ভোগ কমাতে  জনসেবার জন্যই  ফ্রি বাস সার্ভিসসহ নানা উদ্যোগ নিয়েছেন। অপরদিকে ঘরমুখো যাত্রীদের হয়রানি রোধে ভলান্টিয়ার সার্ভিসসহ নানা উদ্যোগ নিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষও। গভীর রাতে বরিশাল নদী বন্দরে নামা যাত্রীদের ৬২টি বাসে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে নগরীর দুই প্রান্তের দুটি দুটি বাস টার্মিনালে।

সর্বশেষ খবর